অমর একুশে গন্থমেলা ২০১৪ ক্রমেই জমে উঠছে সোহরাওয়ার্দী উদ্যানের নতুন মাঠে। এখানে প্রায় ৩২৬টি স্টলের প্রতিটিতেই এসেছে নতুন কিছু প্রকাশনা। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলায় বরাবরের মতো প্রকাশকরা নবীন ও প্রবীণ উভয়ের বই বাজারে এনেছেন। আগামী প্রকাশনী স্টল নং ১২০-১২৩ এনেছে তসলিমা নাসরিনের নিষিদ্ধ প্রবন্ধটি। অজয় দাশগুপ্তের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ একাত্তরের ৭১, মোর্শেদা জামান লিজির ভ্রমণ কাহিনী চৌকাঠের বাইরে, হাসনাত আবদুল হাই-এর উপন্যাস জয়নাব, মোশাহিদা সুলতানা ঋতু’র উপন্যাস লবণপানি, তাসরীনা শিখার মেঘের ভেলায় ভেসেসহ ১৪টি নতুন বই। প্রথমা স্টল নং ২৩৭-২৩৯ অনেকগুলো নতুন বই এনেছে বই বাজারে। এর মধ্যে উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধ বিষয়ক ৬টি বই, প্রবন্ধ, গবেষণা ও অন্যান্য ১১টি, এবিএম মূসার আমার বেলা যে যায় ও সৈয়দ শামসুল হকের জীবনের বালুকাবেলায়সহ ৬টি স্মৃতিকথা বা আত্মস্মৃতি গ্রন্থ, কবিতায় শামসুর রাহমান ও হুমায়ুন রেজার ২টি এবং গল্প উপন্যাসের তালিকায় রয়েছেন সেলিনা হোসেন, আনিসুল হক, হরিশংকর জলদাস, প্রমূখদের ১০টি নতুন বই বাজারে এসেছে ও আসছে।
এবছরও বইবাজারে ব্লগারদের উল্লেখযোগ্য সংখ্যক বই প্রকাশিত হয়েছে ও হতে যাচ্ছে। বেশ কিছু বইয়ের কথা আমরা প্রথম আলো ব্লগ তেকে জানতে পারলেও, সবগুলোরই পূর্ণাঙ্গ তথ্য (বইয়ের নাম, লেখক, প্রকাশনী এবং প্রচ্ছদের ছবি) এখনো আসেনি। এ পর্যন্ত আমরা যে বইগুলোর তথ্য পেয়েছি সেগুলো এখানে দেয়া হলো। আগ্রহী ব্লগাররা প্রকাশিত বইয়ের পূর্ণাঙ্গ তথ্য কমেন্টে জানালে যথাসময়ে আমরা সেগুলো মূল পোষ্টে যুক্ত করবো।
পাখিদের রাশিফল
সুজন সুপান্থ
প্রকাশক: শুদ্ধস্বর (স্টল নং ৩৯, ৪০, ৪১)
বইয়ের নাম: কাজের যত মোবাইল অ্যাপস
লেখক: নুরুন্নবী চৌধুরী হাছিব
প্রকাশক: তাম্রলিপি (স্টল নং- ১৭৯,১৮০,১৮১)
বইয়ের নাম: বিষণ্ন কাঁটাতার
লেখক: রাহিতুল ইসলাম (Rahitul Islam)
প্রকাশনী: সিঁড়ি প্রকাশন
দাম: ১৫০ টাকা
কাব্যগ্রন্থঃ পিঁপড়ের পিছে পিঁপড়ে
প্রকাশকঃ সিদ্দিকীয়া পাবলিকেশন্স
প্রচ্ছদ শিল্পীঃ কাইয়ুম চৌধুরী ( কাইয়ুম চৌধুরীর অলংকরণ অবলম্বনে )
আসছে অমর একুশে গ্রন্থ মেলা-২০১৪ এ
মূল্যঃ ১০০ টাকা।
প্রকাশকরা আগ্রহী হয়ে তাদের বইয়ের তথ্য ও ছিব পাঠালে আমরা বইবাজার নিয়মিত করতে পারি।