অবতার : মৌসুমী রায়(ঘোষ)

সাহিত্য বাজার

Sharing is caring!

অবতার
-মৌসুমী রায়(ঘোষ)

তুমি ছিলে, তুমি আছো আমাদের সাথে|
কোন সে সত্য-ত্রেতা-দ্বাপর-কলি যুগ থেকে, যুগান্তরে|
তুমি নিষ্ঠুরতা করেছো দমন, ভেঙেছো দর্প দাম্ভিকের,
অসহায়দের দিয়েছো স্নেহালিঙ্গন, রক্ষা করেছো সৃষ্টি|

কিন্তু, কোথায় তুমি আজ? তুমি কি শুনছো না?
-জীবন্মৃত মানুষের আর্তনাদ চারিদিকে; শুনতে পাচ্ছোনা
তাদের বেদনার্ত চিত্‍কার? তাদের কান্না? তাদের হাহাকার?

জাগো! ঘুম ভেঙে ওঠো! আরো একবার,
নিশ্চিহ্ন করো যতো পাপ পৃথিবীর বুকে!
হে ত্রাতা! তোমায় যে আজ ভীষন দরকার|
আমাদের মধ্যে থেকেই জেগে ওঠো সেই – “অবতার”|

Print Friendly, PDF & Email

Sharing is caring!