অন্ধ মেয়ে আমি দেখতে পাইনা তাই
অবহেলা আর অনাদরটা সবার কাছেই পাই।
সত্যি করে বলুন দেখি, অন্ধ বলে কি আমার
সখ-আহলাদ – কিছুই থাকতে নাই ?
আর দশটা মেয়ের মতন
আমিওতো উঠছি বেড়ে
যখন তখন খাচ্ছি হোচঁট
চলছি পথে হাজারো ভিড়ে।
আমারওতো শরীর আছে
ইচ্ছে আছে, স্বপ্ন জুড়ে
কান্না-হাসির আলোক নাচন।
আমার মনেও ভালবাসার
পাহাড় আছে; আরো আছে
খেয়াল খুশীর ইচ্ছে বুনন।।
দেখতে পাইনা তাই বলে কি শুনতে নিষেধ
প্রকৃতির ধারাপাতে ঝরছে যখন শব্দকথন ?
ভিন্নতার স্বাদ বুঝতে পারি গন্ধ শুঁকে
বলতে পারি, চিনতে পারি আপন-পর আর প্রিয়জন।