আমার মায়ের কথা : কল্যান গাঙ্গুলী

সাহিত্য বাজার

Sharing is caring!

k ganguliমাগো শুধু রইনু আমি বাকি;
তোমার কথা সঙ্গোপনে,
নির্নিমেষে আমার মনে,
জাগায় আমায়, অমানিশায়, জাগে তৃষিত আঁখি॥

হারিয়ে তোমার সবুজ আঁচল,
অতল প্রেমের দীঘি টলমল,
সরল মনের জন কোলাহল খোঁজে জীবন-পাখী;
জাগায় আমায়, অমানিশায়, জাগে তৃষিত আঁখি॥

যুক্তি-প্রমান, সন্দেহ বান, আজি যে তত্ত্ব-তালাস;
হিংসার হানি, করে কানাকানি, মনুষ্যত্বের লাশ॥

তোমার স্নেহের মিলন ডোরে,
ফিরিয়ে নে-মা নিজের ক্রোড়ে;
ফুলেল হাওয়ার নূতন ভোরে এবার নে মা ডাকি;
জাগায় আমায়, অমানিশায়, জাগে তৃষিত আঁখি॥

Print Friendly, PDF & Email

Sharing is caring!