চলে গেলেন মৃত্তিকামুগ্ধ কবি দেলওয়ার

সাহিত্য বাজার

Sharing is caring!

Photo0191উঠোনে আলোক ছিল, অকস্মাৎ হারালো কোথায়?

ছায়াপুরুষের কেউ নিলো কি হরণ করে দুত্যি?

নাকি তা হয়েই গেল দেবতার দেহের বিভূতি? – কবি দেলওয়ার

চলে গেলেন মৃত্তিকা মুগ্ধ কবি দেলওয়ার। মৃত্যুর আগমূহুর্ত পর্যন্ত নিজ গ্রাম ছেড়ে সরে যাননি তিনি। বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের ভার্থখোলায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্রাহেওয়া ইন্না ইলাহী রাজেউন)। ১৯৩৭ সালের ১ জানুয়ারি েএই ভার্থখোলা গ্রামেই তাঁর জন্ম হয়েছিল। একুশে পদক প্রাপ্ত এই কবির জীবনে বহুবার সুযোগ হয়েছিল বিদেশে পারি জমিয়ে আরাম আয়েশে অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে জীবন অতিবাহিত করার। কিন্তু পার্থিব কোনো প্রলোভন তাকে তার গ্রাম ও গ্রামের মানুষের থেকে সরিয়ে নিতে পারেনি।

অবশেষে মৃত্য দেবতা এসে তাকে সরিয়ে নিলেন তাাঁর প্রিয় গ্রাম ও মানুষের থেকে।

Print Friendly, PDF & Email

Sharing is caring!