বাকশিল্পী নরেন বিশ্বাস পদক-২০১৩ পেলেন কাজী মদিনা

নিজস্ব প্রতিবেদক, সাহিত্য বাজার

Sharing is caring!

IMG_20131129_192800658১৫ই অগ্রহায়ণ ১৪১২/ ২৯শে নভেম্বর ২০১৩ শুক্রবার সন্ধ্যা ৬টায় মুক্তিযুদ্ধ জাদুঘর, সেগুনবাগিচা, ঢাকায় সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলন প্রশিক্ষক বাকশিল্পী অধ্যাপক নরেন বিশ্বাস-এর প্রয়াণ দিবসে প্রতিবারের মত নরেন বিশ্বাস স্মরণ ও নরেন বিশ্বাস পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে কণ্ঠশীলন। নরেন বিশ্বাসের ধারণকৃত আবৃত্তি দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফাহিমা সামাদ। নরেন বিশ্বাসের প্রতিকৃতিতে সকল আবৃত্তি ও নাট্য সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এবার নরেন বিশ্বাস পদক-২০১৩ পেলেন সাংস্কৃতিক কর্মযজ্ঞে যাঁর দীর্ঘ পরিক্রমা, আবৃত্তি সাধনায় নিমগ্ন যিনি শিশুকাল হতে আজ সপ্ততিকাল অবধি-বিরামহীন, শ্রদ্ধেয় কাজী মদিনা। কণ্ঠশীলন সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরী কাজী মদিনাকে পদক পরিয়ে দেন। সম্মানী চেক হস্তান্তর করেন কণ্ঠশীলন সহ-সভাপতি আহমাদুল হাসান হাসনু। মানপত্র পাঠ করেন কণ্ঠশীলন প্রশিক্ষক এনায়েত কাজল। অধ্যাপক নরেন বিশ্বাসের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস, কণ্ঠশীলন প্রশিক্ষক, আবৃত্তিশিল্পী ও নিদের্শক মীর বরকত, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ্। অনুষ্ঠানটি পরিচালনা করেন কণ্ঠশীলন প্রশিক্ষক, আবৃত্তিশিল্পী ও নিদের্শক গোলাম সারোয়ার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রথিতযশা আবৃত্তিশিল্পীরা একক আবৃত্তি করেন। আবৃত্তিশিল্পীরা হলেন কাজী মদিনা, আশরাফুল আলম, বেলায়েত হোসেন, ডালিয়া আহমেদ, লায়লা আফরোজ, রফিকুল ইসলাম, ইকবাল খোরশেদ জাফর, কবি এ.এফ. আকরাম হোসেন, শামসুদ্দোহা, মাশকুর-এ-সাত্তার কল্লোল, ফয়জুল আলম পাপপু, তামান্না তিথি, ফয়জুল্লাহ সাঈদ, রবিশঙ্কর মৈত্রী, মাসুদুজ্জামান, মাহমুদা আকতার ও এনামুল হক বাবু।

Print Friendly, PDF & Email

Sharing is caring!