জোট-মহাজোটের মহাসংকটে জাতি
সদানন্দ সরকার
মহাজোটের মহাসংকটে প্রার্থী বাছাই
চার দলে চলছে নির্বাচনী রুপরেখা
তত্ত্বাবধায়ক নাকি দলীয় সরকার করবে নির্বাচন নিয়ন্ত্রণ
হয়নি তা নিরসন
তারপরও থেমে নেই দুটি জোটের প্রচারণা।
সংকটে জাতি
বাজারদরের হিসেব মেলেনা যখন
বিএনপি আর আ.লীগ দ্বন্ধটাও তখন
পৌঁছেছে চরমে।
এ দেশের ভবিষ্যত আগামীতেও এ দুটি দলের হাতে
নিষ্পেশিত হতে হতে আর কতকালে ভাঙ্গবে ঘুম
জাগবে জাতি অনাদিকালে বঞ্চনার প্রতিবাদে?