হরতালী ক্ষোভে মারা গেল নাসিমা: সাভারে শ্রমিক অসন্তষ

সদানন্দ সরকার

Sharing is caring!

06_Garments+Workers+Savar_2

সাভারের শ্রমিক অসন্তষ দৃশ্য

হরতালী ক্ষোভে মারা গেল নাসিমা

গত হরতালের আগের দিন যাত্রীবাহী বাসে

লাগানো আগুনে দগ্ধ পোশাক শ্রমিক নাসিমা

ঢামেকের বার্ন ইউনিটে ছটফট যন্ত্রণা শেষে

মারা গেল গতকাল (১৩ নভেম্বর) বুধবার রাতে।

 

আবারও হরতাল দেবে বিরোধীদলীয় এই জোট

সপ্তাহের কোন কোন দিন হবে,হরতাল হয়নি চূড়ান্ত

মহররম নিয়েও সরকার করেছে ষড়যন্ত্র।

দলীয় নেতা-কর্মীদের মুক্তি চেয়ে আগামী শনিবার

জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে জাতীয়তাবাদী দল।

১৩ নভেম্বর রাতে  শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে করেছেন বৈঠক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া; দিয়েছেন এ বিক্ষোভের ডাক।

নির্দলীয় সরকারের দাবি আদায় করতে

২৫ অক্টোবর পর্যন্ত ছিল সরকারের সময়

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রথম

খালেদা জিয়া টানা ৬০ ঘণ্টার হরতালের ঘোষণা দেয়।

এরপর তিন দফায় মোট ১০ দিন হরতাল পালন করে ১৮ দল।

প্রতিটি হরতালে

এ জাতি পদতলে দলিত মথিত

নাকে খত দেয় সাধারণ জনতা আর ব্যবসায়ী সমাজ।

এক দিন আগে থেকেই শুরু হয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর

এ যেন নেতা-নেত্রীদের নাশকতাবিলাস

২৬ অক্টোবরের পর বিএনপির ডাকা

তিন দফার হরতালে সারা দেশে মরেছে, ঝরেছে ২৬টি প্রাণ

সীমাহীন আহত আর গাড়িতে দেওয়া আগুনে দগ্ধ নাসিমাসহ ৭৬ জন।

ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে প্রায় ৫০০ গাড়ি

ককটেল বোমার ছিল ভিষণ বারবারি।

দেশব্যাপী অভিযানে র‌্যাব আর পুলিশ

৮৫৩ জনকে করেছে  আটক জানিয়েছে পুলিশ।

১৩ নভেম্বর রাতে খালেদা জিয়ার সাথে

করেছেন বৈঠক ভারপ্রাপ্ত মহাসচিব ও কেন্দ্রীয় কয়েকজন নেতা

বৈঠক শেষে সাংবাদিকদ ডেকে বলেছেন মির্জা ফখরুল,

১৮-দলীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে

পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। তা না হলে হবে ভুল।

ফকরুল বলেন, ‘আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি, সরকারের মন্ত্রীরা পদত্যাগ নিয়ে জাতির সঙ্গে তামাশা করছেন।

যখন জাতি উদ্বিগ্ন, তখন তারা হাতিরঝিলে আতশবাজির উৎসব করছে। এর মাধ্যমে জাতির সঙ্গে বিদ্রূপ করা হয়েছে।’

বৈঠকে আরো ছিলেন স্থায়ী কমিটির সদস্য

আর এ গণি, আ স ম হান্নান শাহ, মাহবুবুর রহমান,

ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও শমসের মবিন চৌধুরী এবং

চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান প্রমূখ।

হাসিনা পুত্র জয় সমাচার

বিরোধী দল ও সুশীল সমাজের কেউ কেউ

সংবিধান নিয়ে করছে মিথ্যাচার

বিভ্রান্ত জাতিকে আরো বিভ্রান্ত করছে

তাদের লক্ষ্য একটাই, ক্ষমতার দখল-

গত বুধবার আইনজীবীদের কাছে এটা ছিল হাসিনা পুত্র জয় সমাচার।

 

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

আবারো সাভারে ক্ষেপেছে পোষাক শ্রমিক

হেমায়েতপুর এলাকায় দফায় দফায়

বুধবার সকাল থেকে সংঘর্ষে আহত পুলিশ, শ্রমিক ও পথচারীসহ শতাধিক।

২৫টি কারখানায় ছুটি ঘোষণা জানিয়েছে ওমর ফারুক শিল্প পুলিশ-১ সাভার অঞ্চলের উপ-পরিদর্শক

একইসময় গাজীপুরে কাশিমপুর ও কোনাবাড়ি এলাকায় সংঘর্ষে আহত ৩৫ জন

এসব এলাকার ৪০টির মতো পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মজুরি বোর্ড ঘোষিত ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরির সিদ্ধান্ত

অবশেষে মেনেছে মালিকপক্ষ

তবে চলতি মাস থেকেই এ মজুরী কার্যকর করার দাবি সব শ্রমিকের।

Print Friendly, PDF & Email

Sharing is caring!