স্থপতি রফিক আজম-এর গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ও সেমিনার

নিজস্ব প্রতিবেদক, সাহিত্য বাজার

Sharing is caring!

10১ মে ২০১৪ বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে Rafiq Azam : Architecture for Green Living শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং Green Architecture in Bangladesh: A Global Perspective শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন নদী ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ, প্রকৌশলী ও ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ড. আইনুন নিশাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত মি. ড্যান মোজেনা, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ড. আবু সাঈদ আহমদ এবং বইটির সম্পাদক স্কিরার ইন্টারন্যশনাল কমিশনস্ এডিটার রোজা মারিয়া ফালভো। আরো বক্তব্য রাখেন এশিয়ান পেইন্টস্ লিমিটেডের কান্ট্রি হেড অরূপ চ্যাটার্জি। স্বাগত বক্তব্য প্রদান করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। সূচনা বক্তব্য রাখেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।  একইসাথে ২ মে ২০১৪ শুক্রবার গুলশানস্থ বেঙ্গল আর্ট লাউঞ্জে স্থপতি রফিক আজমের কাজের প্রদর্শনী উদ্বোধন হয়েছে।

সেমিনার পর্বে সারা বিশ্বে ‘গ্রীন আর্কিটেকচার’ নিয়ে কী চিন্তাভাবনা চলছে তার অবতারণা করেন অস্ট্রেলিয়ার স্থপতি পিটার স্টাচ্বারি ও প্রফেসর ফিলিপ গোড, ভারতের স্থপতি ক্রিস্টফার বেনিন্জার এবং বাংলাদেশের স্থপতি শামসুল ওয়ারেস। সঙ্গে ছিলেন লেখক ও শিল্পসমালোচক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও স্কিরার রোজা মারিয়া ফালভো। সেমিনার সঞ্চালন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের স্থপতি কাজী খালিদ আশরাফ। পরবর্তী অধিবেশনে স্থপতি ক্রিস্টফার বেনিন্জার ও স্থপতি পিটার স্টাচ্বারি তাঁদের নিজেদের কথা ও কাজ উপস্থাপন করেন। মারা কোরাদ্দি ও রবার্ট রন্চি পরিচালিত রফিক আজমের স্থাপত্যকর্ম ও স্বাক্ষাৎকার ভিত্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়। প্রশ্নোত্তর ও মতবিনিময়ের পর সভা সমাপ্ত হয়। সেমিনারে সহযোগিতা করছে এশিয়ান পেইন্টস লিমিেিটড।

Print Friendly, PDF & Email

Sharing is caring!