‘সিটি আনন্দ আলো-সাহিত্য পুরস্কার ২০১৪’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সাহিত্য বাজার

Sharing is caring!

ananda-alo‘সিটি আনন্দ আলো  সাহিত্য পুরস্কার ২০১৪’ পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন – ক শাখায় প্রবন্ধে প্রথমা থেকে প্রকাশিত আকবর আলি খানের ‘চাবিকাঠির খোঁজে: নতুন আলোকে জীবনানন্দের বনলতা সেন’, কবিতায় ম প্রকাশনী থেকে প্রকাশিত আসাদ চৌধুরীর ‘এই ফুলটির অন্তত দশ-দশটি প্রেমপত্র পাওয়ার কথা’, উপন্যাসে দিব্যপ্রকাশ থেকে প্রকাশিত মঈনুল আহসান সাবেরের ‘আখলাকের ফিরে আসা’ ও বিদ্যা প্রকাশ থেকে প্রকাশিত মোহিত কামালের ‘পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণ গহ্বর’, শিশুসাহিত্যে বাংলা প্রকাশ থেকে প্রকাশিত আলী ইমামের ‘জৈন্তাবনে কালো জাদু’ এবং মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত মাহবুবা চৌধুরীর ‘সময় কাটুক ছড়ার সাথে’।  খ শাখায় তরুণ লেখক ক্যাটাগরিতে (জীবনের প্রথম বই) অর্বাক থেকে প্রকাশিত মহিম সন্নাসীর কবিতাগ্রন্থ ‘ভাঙ্গা শামুকের বয়:সন্ধি’ এবং আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত রাতুল হাসানের উপন্যাসগ্রন্থ ‘ফেরার কোনো পথ থাকে না’ পুরস্কার পেয়েছে।

সাহিত্য বাজার পত্রিকার উপদেষ্টা কবি আসাদ চৌধুরী ‘সিটি আনন্দ আলো  সাহিত্য পুরস্কার ২০১৪’ প্রাপ্তিতে আমরা আনন্দিত ও গর্বিত। তবে পুরস্কারটি কবে কখন প্রদান করা হবে তা জানায়নি কতৃপক্ষ। এটা জানতে পারলে পাঠকের পাশাপাশি আমরাও আরো আনন্দিত হতে পারতাম।

 

 

 

 

Print Friendly, PDF & Email

Sharing is caring!