শাকিলা তুবা, মোকসেদুল ইসলাম, শফিকুল ইসলাম ও আরিফ আহমেদ এর কবিতা

সাহিত্য বাজার

Sharing is caring!

144

সাহিত্য বাজার উৎসবে প্রথমদিন

ত্রসরেণু
শাকিলা তুবা

জলীয় বাষ্প মানেই হাওয়া হওয়া জল
তুমি কি আছ? নাকি জলের মতই বাষ্প?
বাতাসে কর্পুর গন্ধ ভাসে
তুমি মিশে গেছ নোনা হাওয়ায়
রেখো গেছো ছাতিমের ভেজা ঘ্রান।

তুমি এখানে ছিলে একদিন
বলোতো, এই ‘তুমি’টা কে?
জড় অথবা জীবন্ত?
তুমি জানালায় আটকে পড়া চুলের ফিতে
এক অংশ ভেতরে, বাকীটুকু রাত-শিশিরে ভেজে।

ছায়ার ভেতর তোমার আরেক ছায়া
অন্ধকারে না জ্বলা আলো
তোমায় আর দেখি না—
তুমি বাষ্প, বাষ্পই তুমি
সূর্য তাপে নেই হয়েছ কি-না কে জানে!

শুকনো, খটখটে বাতাসে ভাসে না অণুজীব
তুমি অপেক্ষায় আছ বৃষ্টির
আমি পালিয়ে যাচ্ছি মরুভূমির দিকে
খুজঁছি সে জায়গা যেখানে বাষ্প নেই, বৃষ্টি নেই
রেডিও’র ঘোষককণ্ঠে ঝড়ের ভুল পূর্বাভাস শুধুই।

দেবতারা অমানুষ
মোকসেদুল ইসলাম
ধোঁয়াচ্ছন্ন রাত্রির অন্ধকারভেদ করে বেরিয়ে আসা দেবতার শিশ্ন
কাপালিকতন্ত্রের ফাঁদে পড়ে ব্যস্ত হয়ে খুঁজতে থাকে পেলব যৌবন।
মুক্তির লোভ দেখিয়ে আগুনের মতো সুন্দরী মেয়ের শরীরের
ভাঁজে ভাঁজে খোঁজে অশরীরী সুখ ।
ঘুঙুরের শব্দ শুনবে বলে নরকাগ্নির মাঝে অতৃপ্ত আত্মার সাথে
আদিম উল্লাসে ওঠে মেতে।
দেবতার ভয় নেই, সে জানে নরকের অগ্নি তার কিছুই করতে পারবে না।

আজকাল দেবতারাও নাকি অমানুষ হয় জৈবিক ক্ষুধার তাড়নায়
কল্যাণের আলোয় নয় কামনার আগুনে পুড়ে মারে মানুষ
বিশ্বাসের সমুদ্র শুকিয়ে চর হয়েছে বলে
কংক্রিটের দেয়ালে মাথা ঠুঁকে মরছে অষ্টাদশীর স্বপ্ন।

দেবতার ঘাতক চাহনীতে ক্ষয়ে যাচ্ছে মানবতার অায়ু
আত্মা ছিঁড়ে খাবে বলে মাটির পাত্র নিয়ে প্রস্তুত হয়ে আছে আজরাঈল
এমন কুসিৎত সুন্দর কান্ড দেখে ঠোঁটে অতৃপ্ত হাসি নিয়ে ঘুরে বেড়ায়
শালা অভিশপ্ত মালাউন।

একদিন স্বপ্ন হারিয়ে যায়…
শফিকুল ইসলাম

একদিন স্বপ্ন হারিয়ে যায়
থাকে শুধু স্বপ্ন-ভাঙার বেদনা।

এক সময় যে পাখী
শাখায় বসে গান গেয়েছিল
সেও উড়ে যায় দূর নিলীমায়,
পেছনে পড়ে থাকে তার ঝরা পালক।

একদিন প্রাণের অতি নিকটজন
সেও দূরে চলে যায়–
পেছনে পড়ে থাকে স্মৃতি, শুধু স্মৃতি।
তেমনি করে একদিন তুমি ও চলে গেছ
পেছনে পড়ে আছি আমি, শুধু আমি ।।

আরিফ আহমেদ এর কবিতা : অপেক্ষা
আছে কি সময়
কিছুটা সময়,
হারাবে তুমি আমার সাথে?

নদীর পাড়ে, বটের ছায়ায়
বসবো দু’জন…
পাশাপাশি, বলবো কথা…

আকাশ-নদী আর জল সমাচার
উইড্র রেখে চন্দ্র-তারার পুরাণ প্যাচাল
আজ কি হবে; খাবো কি কাল
এই কথাটাও ভাববো না আর।

চোখে চোখে কথা হবে; স্বপ্নগাঁথা
অদেখা সেই অনাদিকাল।

কিছুটা সময়
হারাবে তুমি আমার সাথেে
আছে কি সময়?

Print Friendly, PDF & Email

Sharing is caring!