ফরিদুর রেজা সাগরের ‘লাল বেবিট্যাক্সি’

সাহিত্য বাজার

Sharing is caring!

boi-shagor

ফরিদুর রেজা সাগরের ‘লাল বেবিট্যাক্সি’

কিছুদিন ধরে মন্টি আর রন্টি দু’জনেই খেয়াল করছিল, মানুষ মিছিল করে আর নানা রকম শ্লোগান দেয়। আরও একটা জিনিস ওদের চোখে পড়েছে, স্কুলে যাওয়ার পথে যতগুলো দেয়াল আছে সেখানে নানারকম কথা লেখা। – অন্যরকম পরীক্ষা

‘একুশের সংকলন বের হওয়ার চল্ তো একেবারেই উঠে গেছে।’
হ্যা। সেজন্যই সবাইকে আবার নতুন করে মনে করিয়ে দিতে চাই, এই শ্লোগানগুলো দিয়ে নতুন ধরনের একটা সংকলন বের করে।- দেয়ালের লিখন
এগুলো কোনো দেয়াল লিখন বা বাণী নয়। শিশুতোষ লেখক ফরিদুর রেজা সাগরের লেখা লাল বেবিট্যাক্সি গ্রন্থের দুটি গল্পের অংশবিশেষ। হাশেম খানের আঁকা ছবি নিয়ে চমৎকার প্রচ্ছদ করেছেন শিল্পী নিজেই। চন্দ্রাবতী একাডেমি প্রকাশিত এই গল্পগ্রন্থে ডলফিন ও একটি মেয়ে, হৃদয়ের গান হৃদয়ের সুর, লাল বেবিটেক্সি, প্রথম হাসিসহ মোট ছয়টি গল্প রয়েছে।  ফেব্রুয়ারি ২০১৩ তে প্রকাশিত ৫০ পৃষ্ঠার এ বইটির মূল্য ৩০০ টাকা।

Print Friendly, PDF & Email

Sharing is caring!