মায়ের স্বপ্নগুলো হেঁটে বেড়ায়

মোকসেদুল ইসলাম

Sharing is caring!

বেহুদা রাত্রির ভৎর্সনায় দাঁড়িয়ে যায় স্মৃতির মিনার
বিরহ সংগীত শুনে বোধের আঙ্গুল গুণে স্তন চুষতে থাকে দু্গ্ধপোষা শিশু
উত্যক্ত রাত্রির নাগরিক শোকে আমার মা হয়ে গেছে জলের শরীর।
সভ্য সমাজে কামের আগুনে পুড়ে ভেঙ্গে গেছে পাথরের ঘুম
বেআব্রু স্বপ্নরা উনুনে পড়ে হয়ে যায় সভ্যতার তিলক।

মায়ের চোখে আর ঘুম নেই, তিনি এখন সর্বংসহা
সরীসৃপ চোখ, নির্বাক কণ্ঠ আর স্বপ্নে ঠাসা ভাঙ্গা স্যুটকেস নিয়ে
তিনি এখন দিব্যি হেঁটে বেড়ান শহরময়।

Print Friendly, PDF & Email

Sharing is caring!

About the author

আসল নাম মোঃ মোকসেদুল ইসলাম। ব্লগে লিখি বৈশাখী ঝড় ছদ্দনামে। উত্তরাঞ্চলের এক দুর্ভিক্ষ পীড়িত এলাকায় আমার জন্ম। ছোট বেলা থেকেই বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে বড় হয়েছি। কিন্তু সত্য প্রকাশে একপা পিছুহটি নি। বাঁকা জিনিস কে সোজা করার চেষ্টা করছি নিরন্তর। ক্ষুব্ধ হই তখন যখন কেউ আমার প্রশংসায় পঞ্চমূখ হয়। প্রশংসা অপেক্ষা সমালোচনাই আমার ভালো লাগে। লেখার প্রতি পাগলামীটা ছোটবেলা থেকেই। ঢাকায় এসে জীবন-যুদ্ধে জড়িয়ে পড়াতে মাঝখানে কিছু দিন বিরতি। জীবনের সাথে যুদ্ধ করতে করতেই বিএসএস এবং এমএসএস টা শেষ করেছি। যখন কিছু মনে হয় তখনই লিখতে বসি। খুব বড় মাপের একজন লেখক হওয়ার ইচ্ছা মনে পুষে রাখছি সবসময়। আমার কাছে সত্য চির সুন্দর। কেউ সত্য বন্ধ করার জন্য মুখ বন্ধ করলেও সত্যটা হাতের মাধ্যমে বেরিয়ে আসে অনিচ্ছায়। অন্যায়, অবিচার আর মিথ্যার বিরুদ্ধে বৈশাখী ঝড়ের মতোই আমার তান্ডব চলে অবিরত।