গগনবাড়ির মেয়ে : মাহমুদুল হাসান ফেরদৌস

সাহিত্য বাজার

Sharing is caring!

44মাহমুদুল হাসান ফেরদৌস এর কবিতা

 গগনবাড়ির মেয়ে
——–
সন্ধ্যাতারার সাথে বাক্যালাপ-কালে আমি মুহিত হয়ে যায়,
উঁকি দিতে থাকা চাঁদকে তখন বলি, গগনবাড়ির মেয়ে
এতক্ষণে তোমার আসার সময় হলো!

দিকে দিকে তখন কালো ডাকু দিতে থাকে হানা,
প্রকৃতির বুকে গেড়ে আস্তানা সে কেড়ে নেয় সবুজের অলঙ্কার।
গগণবাড়ির মেয়ে, তোমার প্রেমের বাণে ভেসে
হেসে উঠে তখন বিরহী চারদিক।

আমি তখন বুক ভরে শ্বাস নিয়ে বলি,
ও মেয়ে তুমিই কেবল পারো
নিঃস্ব হাতে বিশ্ব সাজাতে।

Print Friendly, PDF & Email

Sharing is caring!