একুশের বইমেলায় সাংবাদিক প্রভাষ আমিনের দুটি বই

নিজস্ব প্রতিবেদক, সাহিত্য বাজার

Sharing is caring!

অমর একুশে বইমলোয় প্রকাশিত হয়েছে খ্যাতনামা সাংবাদকি প্রভাষ আমনিরে দুটি রাজনৈতিক গ্রন্থ। ‘প্রধানমন্ত্রীই যেখানে অসহায়’ ও ‘রাজাকাররে ফাঁসি সারা বাংলার হাসি’ নামের বই দুইটি শুধু রাজনৈতিক নয় অনেকটা রম্যরচনাও।

Prodhanmontrii-Cover-Thumbঅন্যপ্রকাশ থেকে প্রকাশিত ‘প্রধানমন্ত্রীই যখোনে অসহায়’।
এটি গণমাধ্যম, রাজনীতি, সমসাময়িক নানা বিষয় নিয়ে লেখা এ বইয়ের ভূমকিা
লিখেছেন সয়ৈদ মনজুরুল ইসলাম। প্রচ্ছদ করছেন ধ্রুব এষ। দাম ৩০০ টাকা।

Rajakarer-Fashi-Cover-Thumbঅপর বইটি ‘রাজাকাররে ফাঁসি সারা বাংলার হাসি’
প্রকাশ করছেে অনন্যা। এ বইটির ভূমকিা লখিছেনে শাহরিয়ার কবির। বইটিতে
গণআদালত, গণজাগরণ মঞ্চ, শহীদ জননী জাহানারা ইমাম, অসাম্প্রদায়কি চেতনা,
হেফাজতের উত্থান ইত্যাদি বিষয় নিয়ে লেখা । প্রচ্ছদ করেছেন নওরোজ ইমতিয়াজ।
দাম ১৫০ টাকা।

Print Friendly, PDF & Email

Sharing is caring!