এই সমতলে নিরবধি : ফয়সল নোই

সাহিত্য বাজার

Sharing is caring!

খুব ইচ্ছে, ডেকে শোনাই – দেবতা0123

পাথর কথা বলবে না
প্রবেশ দ্বারে কৃষকের মূর্তি,
ফসল নষ্ট করে যায় পাহাড়ী হাতির দল

গাছের ডালে দীর্ঘশ্বাস ঝুলে রয়
হাতে ছটফটে প্রজাপতির লাজ-রেণু,
ঘুর্ণিঝড়ের ধুলো সেখানে হারায়

আমার একদা – চোখের আলো
রঙধনু হয়ে আজ আকাশে ভেসেছে
যদিও দেহ বিষে নীল –
ফুটছেনা ফুল বাগানে বাগানে

বৃষ্টিও হয় না বহু কাল, আমি
হীম বায়ু ঠেলে তোমার বাড়ি যেতে চাই !

– তখন, কাটা-গুল্ম এড়িয়ে,
মৃত ঝর্ণাটির পাশে খুব সন্তর্পণে
দুর থেকে সংসারী নারীর সিঁথির মতো
বিস্মৃত পথে উঁকি দেই;

এই সমতলে নিরবধি
ভৃত্য বায়ূ হয়ে রই, তারই আশায়

আমাকে ছাড়াই যার জীবন চলে যায় ।

Print Friendly, PDF & Email

Sharing is caring!