অমর একুশে গ্রন্থমেলা ২০১৪ : স্টলে বাধ্যতামূলক বীমা

নিজস্ব প্রতিবেদক, সাহিত্য বাজার

Sharing is caring!

IMG_0143অমর একুশে গ্রন্থমেলা ২০১৪-এ অংশগ্রহণকারী প্রত্যেক প্রকাশনা প্রতিষ্ঠান/আবেদনকারী প্রতিষ্ঠানকে এ বছর বাধ্যতামূলকভাবে বীমা পলিসি গ্রহণের নীতিমালা গ্রহণ করা হয়েছে। বাংলা একাডেমির নতুন এই নীতিমালার আলোকে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি কর্তৃক প্রত্যেক প্রকাশকদের জন্য স্টলের বীমা পলিসি কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান।

গত ৮ জানুয়ারি ২০১৪, বুধবার সকাল ১১টায় সমিতির নিজস্ব কার্যালয় ৫০/১ পুরানা পল্টন লাইন (২য় তলা), ঢাকা ১০০০-এ এই বীমা পলিসির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জনাব শামসুজ্জামান খান বলেন, বাংলাদেশের প্রকাশনাকে শিল্প হিসেবে ঘোষণা করার সময় এসেছে। এই খাতকে আরো প্রসারিত করার জন্য সরকারের বিশেষ সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি অসীম সাহা। সভাপতিত্ব করেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি জনাব ওসমান গনি। আরো বক্তব্য রাখেন মিলনকান্তি নাথ, মাজহারুল ইসলাম, খন্দকার মনিরুল ইসলাম, এম. এস. এ. ভূঁইয়া শিহাব।

Print Friendly, PDF & Email

Sharing is caring!