স্বপ্নদলের কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক, সাহিত্য বাজার

Sharing is caring!

Zahid-Ripon-2

স্বপ্নদলের কর্মশালায় জাহিদ রিপন

৫ দিনের কর্মশালা শুরু করেছে স্বপ্নদল। ‘মূকাভিনয়, অভিব্যক্তি ও শারীরীকছন্দ’ শিরোনামের এই কর্মশালার পরিচারনা করবেন অভিনেতা নির্দেশক জাহিদ রিপন নিজেই। নতুন নাট্যকর্মী সংগ্রহ ও প্রশিক্ষণ দানের লক্ষে ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এ কর্মশালা চলবে। এখান থেকে বাছাইকৃতদের নিয়ে তৈরি হবে নতুন নাটকের পটভূমি। স্বপ্নদলের উল্লেখযোগ্য প্রযোজনার মধ্যে রয়েছে- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ ও ‘ডাকঘর’, সেলিম আল দীনের ‘হরগজ’ ও ‘ফেস্টুনে লেখা স্মৃতি’, বাদল সরকারের ‘ত্রিংশ শতাব্দী’, কাজী নজরুল ইসলামের ‘পদ্মগোখরো’, মাইমোড্রামা (মূকনাট্য) ‘জাদুর প্রদীপ’, মূকাভিনয় প্রযোজনা ‘স্বাধীনতা সংগ্রাম’ প্রভৃতি। প্রসঙ্গত, স্বপ্নদল এ পর্যন্ত ১৩টি নাট্যকর্মশালা সম্পন্ন করেছে।

Print Friendly, PDF & Email

Sharing is caring!