শুধু গুরুর হাট বা বাজারে নয়। জাল টাকা নিয়ে অসাধু চক্র এখন মসজিদ মন্দিরের দান বাক্সেও হানা দিতে শুরু করেছে ।
মিরপুর ৬নং সেকশনের সি ব্লকে মসজিদ-ই-বায়তুল ফালাহ ঈমাম মাওলানা সাঈদ আহমাদ জানিয়েছেন, গত দুটি জুম্মার নামাজের শেষে দানবাক্স খুলে প্রথমবার ৪০০ টাকা ও ২য়বার ৫০০ টাকার জাল নোট পাওয়া গেছে। তিনি দান নিয়ে ধোঁকা না করার অনুরোধ জানান।
মসজিদ কমিটি কর্তৃপক্ষ জানান, প্রতিটি জাল টাকা ১০০ টাকার নোট। অসাধুচক্রটি এভাবে মসজিদ থেকে জাল টাকার নোট ভাঙ্গিয়ে নিয়েছে। এ বিষয়ে থানায় জানানো হয়েছে বলে জানান তারা।