রক্ত আছে, রক্ত নিবি? : সাঈফ জামান

সাহিত্য বাজার

Sharing is caring!

101

সাঈফ জামান

রক্ত আছে, রক্ত নিবি?
সাঈফ জামান

হাত দিসনা আমার দেহে, স্বপ্ন পুড়ে টগবগিয়ে,
আগুন পাবি ওইখানে,
রক্ত আছে, রক্ত নিবি? দেশ জ্বলছে দেশের মানুষ,
দেশের খবর কে জানে?

পুড়ছে যে দেশ, পুড়ছে মানুষ,
পুড়ছে দেশের কলকব্জা।
নষ্ট যে চোখ, নষ্ট মানুষ,
নষ্ট যে তার সব লজ্জা।

নষ্ট কিছু দাড়ির মানুষ, নষ্ট দাঁড়ায় এক নাস্তিক,
নষ্ট মুখে, নষ্ট হাসি,
সুখের স্বপ্ন জবাই করে, নষ্ট বুকের এক আস্তিক।

এইখানে লাশ, ঐখানে লাশ,
পুড়ছে আমার আপন মুখ,
কে যে আমার আপন মানুষ,
না চেনাতে নামছে শোক।

আর কতকাল রক্ত খাবি
রক্তেমাখা আমার দেশ,
এই কি স্বাধীন বাংলা তবে!
কোথায় আমার দিনের শেষ?

Print Friendly, PDF & Email

Sharing is caring!