ময়মনসিংহে ‘সাহিত্য বাজার’ সাহিত্য উৎসব প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, সাহিত্য বাজার

Sharing is caring!

Shangbadik_Shommelon_Photo-সাহিত্য পদক পাচ্ছেন সৈয়দ শামসুল হক।
সেরা লেখক সম্মাননা পাচ্ছেন আতা সরকার, নাসরীন জাহান ও মীর বরকত সহ ৮ জন।

২৪ এপ্রিল উদ্বোধন পর্ব
সাহিত্যের আয়নায় জেগে উঠুক মানুষের মুখ Ñ এই শ্লোগানকে ধারণ করে সৃজনশীল সাহিত্য চর্চার সাতটি বছর অতিক্রম করছে সাহিত্য বাজার। এই উপলক্ষে আগামি ২৪, ২৫ ও ২৬ এপ্রিল ২০১৪ যথাক্রমে বৃহস্পতি, শুক্র ও শনিবার তিনদিনের সাহিত্য সম্মেলন ও বইমেলার আয়োজন করেছে সাহিত্য বাজার। আর এবারই প্রথম তিনদিনের এই সাহিত্য সম্মেলন ও উৎসবকে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষে ঢাকার বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
২৪ এপ্রিল বিকাল তিনটায় ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদ সংলগ্ন শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত এই সাহিত্য সম্মেলনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উৎসব সমন্বয়ক স্বাধীন চৌধুরী।
১৯ এপ্রিল বিকালে সাহিত্য বাজার আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসব আহ্বায়ক সালাম খোকন লিখিত বক্তব্য পাঠ করেন। এতে তিনি জানান, স্পন্সর প্রদানকারী দেশের সব বৃহৎ প্রতিষ্ঠানগুলোর কাছে ধর্ণা দিয়ে আমরা যখন খুবই হতাশ হয়ে পড়েছি, ঠিক তখন চ্যানেল আইয়ের নির্বাহী কর্মকর্তা ও সাহিত্য বাজার উপদেষ্টা ছড়াকার আমীরুল ইসলাম এর আন্তরিকতায় চ্যানেল আইয়ের সার্বিক সহযোগিতায় এই উৎসব আয়োজনের সব কাজ সম্পন্ন হচ্ছে। তাই আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ফরিদুর রেজা সাগর ও চ্যানেল আই-এর সবাইকে। (২১ এপ্রিল উপদেষ্টা আমীরুল ইসলাম তাদের সব সহযোগিতা সম্পন্ন করলে, ২৩ এপ্রিল ময়মনসিংহে সংবাদ সম্মেলন হবে।)
উৎসব সম্পর্কে তিনি বলেন, ২৪ এপ্রিল তিনটি পর্বে উৎসব সাজানো হয়েছে। তার আগে ২৩ এপ্রিল ময়মনসিংহে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে। তবে ২৪ এপ্রিল এই সম্মেলন ও উৎসবের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, অধ্যাপক যতীন সরকার, কবি নির্মলেন্দু গুণ, তারিক সালাহ উদ্দিন মাহমুদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য সাহিত্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
এছাড়াও তিনদিনের উৎসবের ছয় পর্বের আলোচনা বিষয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি সৈয়দ শামসুল হক, কবি নির্মলেন্দু গুন, সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি, শিশুতোষ লেখক ফরিদুর রেজা সাগর, আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জু এবং কবি কামাল চৌধুরী।
এতে সভাপতিত্ব করবেন যথাক্রমে নাট্যজন সারা যাকের, সাংবাদিক আবু সাঈদ খান, আমীরুল ইসলাম, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, কবি আসাদ চৌধুরী এবং কথাশিল্পী ইফফাাত আরা।
এর আগে সকাল ১০টায় বইমেলার উদ্বোধন করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর ভিসি মোহিত উল আলম। বইমেলার উদ্বোধন পর্বের সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন কবি এ এফ আকরাম হোসেন, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানী, আবৃত্তিশিল্পী ড. শাহাদাৎ হোসেন নিপু ও সাহিত্য বাজার সম্পাদক আরিফ আহমেদ।

144২৪ এপ্রি ল ২০১৪
বৃ হ স্প তি বা র, সকাল ১০:৩০ মিনিট

বইমেলার উদ্বোধন
উদ্বোধক : প্রফেসর ডঃ মোহীত উল আলম
উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
প্র বন্ধ : কবি ফরিদ আহমদ দুলাল
বিষয়ভিত্তিক আলোচনা : ‘বইয়ের সাথে আলোকিত সান্নিধ্য’
সভাপতি : জনাব মুস্তাকীম বিল্লাহ ফারুকী
জেলা প্রশাসক, ময়মনসিংহ
উপস্থাপনা : রুবীনা আজাদ
বিশেষ অতিথি ও আলোচক
জনাব মোঃ ইকরামুল হক টিটু মেয়র, ময়মনসিংহ পৌরসভা, অধ্যাপক আমীর আহাম্মদ চৌধুরী রতন, কবি মুশাররাফ করিম, নাট্য সংগঠক শাহাদাত হোসেন খান হীলু, কবি ইয়াজদানী কোরায়শী কাজল, অধ্যাপক আফজাল রহমান, কবি আশরাফ আহমদ প্রমূখ
স্বরচিত কবিতা, ছড়া পাঠ ও আবৃত্তি
সোহরাব পাশা ॥ রতন মাহমুদ ॥ আওলাদ হোসেন ॥ মাহমুদ আল মামুন, সাব্বির রেজা ॥ এম.আর মঞ্জু ॥ হাসানাত লোকমান ॥ সরকার আজিজ, আসাদ উল্লাহ ॥ তারেক মাহমুদ ॥ হরিদাস ঠাকুর ॥ অরূপ কিষাণ
মনো জসীম ॥ কামাল মুহম্মদ ॥ অহনা নাসরিন ॥ ইদ্রিস কাজল, এবং উদয় দিগঙ্গন আবৃত্তি পরিবার

দ্বি তী য় অ ধি বে শ ন
সাহিত্য বাজার সাহিত্য সম্মেলন ২০১৪ উদ্বোধন

বিকাল ৪:০০টা
উদ্বোধক ও প্র ধান অতিথি
জনাব আসাদুজ্জামান নূর এমপি
মাননীয় সংস্কৃতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পদক, সংবর্ধনা ও সেরা লেখক সম্মাননা প্রদান
সাহিত্য বাজার পদক গ্রহণ করবেন : সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক
সংবর্ধিত লেখকদ্বয় : বরেণ্য বুদ্ধিজীবী যতীন সরকার, আবৃত্তিগুরু তারিক সালাহ উদ্দিন মাহমুদ
সাহিত্য বাজার সেরা লেখক সম্মাননা গ্রহণ করবেন
কথাশিল্পী আতা সরকার ॥ ছড়াকার দীপংকর চক্রবর্তী ॥ কথাশিল্পী নাসরীন জাহান ॥ কবি শামসুল ফয়েজ ॥ শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর ॥ বাচিকশিল্পী মীর বরকত ॥ কবি ও সমালোচক আশিক চৌধুরী ॥ কবি ওমর কায়সার

সন্ধ্যা ৬:০০টা
তৃ তী য় অ ধি বে শ ন
প্রধান অতিথি : সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক
বিষয়ভিত্তিক আলোচনা : ‘বাংলাদেশের সাহিত্য চর্চায় পত্রিকার ভুমিকা’
প্র বন্ধ : রহমান রাজু
সভাপতি : সাংবাদিক আবু সাঈদ খান
সঞ্চালক : স্বাধীন চৌধুরী

বিশেষ অতিথি ও আলোচক
কথাশিল্পী আতা সরকার ॥ কবি শামসুল ফয়েজ, কবি আমিনুল হাসান, কবি নজরুল হায়াত, কথাশিল্পী নাসরীন জাহান, ছড়াকার আনজীর লিটন, সাংবাদিক রেজানুর রহমান, কবি আশিক চৌধুরী, ড. শাহাদাৎ হোসেন নিপু, সাংবাদিক নজরুল কবীর, গল্পকার স্বকৃত নোমান
স্বরচিত কবিতা, ছড়া পাঠ ও আবৃত্তি
এস.কে অপু ॥ জেমস জর্নেশ চিরান ॥ দীলিপ সেন, আব্দুর রাজ্জাক ॥ নাজমা মমতাজ ॥ আশরাফ রোকন, সুহৃদ জাহাঙ্গীর ॥ হাদিউল ইসলাম ॥ মাসুম মোকাররম, মোস্তফা তারেক ॥ এহসান হাবীব ॥ সরোজ মোস্তফা, নীহার লিখন ॥ সাদ্দু হাসান প্রমুখ
সংগীত পরিবেশন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

২৫ এপ্রি ল ২০১৪
শু ক্র বা র, সকাল ১০:৩০ মিনিট

প্র থ ম অ ধি বে শ ন

উদ্বোধক : ড. রণজিৎ কুমার বিশ্বাস, এনএসডি, সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্র ধান অতিথি
ছোটকাকু সিরিজের লেখক, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর
ব্যবস্থাপনা পরিচালক, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই
বিষয়ভিত্তিক আলোচনা : বাংলাদেশের শিশু সাহিত্য : বর্তমান ও ভবিষ্যৎ
প্র বন্ধ : অধ্যক্ষ তপংকর চক্রবর্তী
সভাপতি : ছড়াকার আমীরুল ইসলাম
সঞ্চালক : ছড়াকার স্বপন ধর
বিশেষ অতিথি ও আলোচক
অধ্যাপক প্র দীপ কুমার বিশ্বাস ॥ কবি এ.এফ.আকরাম হোসেন, কবি হালিম আজাদ ॥ কবি জাহিদ মুস্তাফা, কবি ও ছড়াকার আসলাম সানী ॥ কবি গোলাম কিবরিয়া পিনু, ছড়াকার সরকার জসীম ॥ গোলাম সোবাহানী কোরায়শী, জুয়েল কবির প্রমুখ
স্বরচিত কবিতা, ছড়া পাঠ ও আবৃত্তি
মতেন্দ্র মানখিন ॥ আব্দুল হক চাষী ॥ হেফজুল বারী খান, মমতা ইসলাম বন্যা ॥ তাছাদ্দুক ফাহিম ॥ অমল রজক, মোস্তাক বিবাগী ॥ চয়ন বিকাশ ভদ্র ॥ আলী ইউসুফ, তারেক আহসান ॥ আলপনা বেগম ॥ ইশরার ইসরাইল মনীষা

দ্বিতীয় অ ধি বে শ ন
বিকাল : ৪:৩০ মিনিট

প্র ধান অতিথি : কবি নির্মলেন্দু গুণ
বিষয়ভিত্তিক আলোচনা
কবিতার দূর্বোধ্যতায় কমে যাচ্ছে পাঠক
প্র বন্ধ : কবি খসরু পারভেজ
সভাপতি : গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী
সঞ্চালক : কাজী নাসির মামুন
বিশেষ অতিথি ও আলোচক
প্রফেসর ড. মুহাম্মদ সামাদ, কবি আশরাফ মীর, ইয়াজদানী কোরায়শী, কবি আশরাফ আহমদ, ড. তপন বাগচী, রাজু আলীম, অনিকেত শামীম, সরকার আজিজ, সুহৃদ জাহাঙ্গীর, শামীম সিদ্দিকী, রওশন ঝুনু, গনী আদম, তামান্না কদও, শাবিহ মাহমুদ প্রমুখ
স্বরচিত কবিতা, ছড়া পাঠ ও আবৃত্তি
মীর মোহাম্মদ রেজাউল করিম ॥ রইস মনরম, রোকসানা আফরীন ॥ তপন বর্মন ॥ বীরেন মুখার্জী, জহির খান ॥ শরৎ সেলিম ॥ তারেক আহসান, মামুন আজাদ ॥ শেখ হারিছ ॥ সহিদ আমিনী রুমি প্রমুখ
বি চি ত্রা নু ষ্ঠা ন
মুকুল ফৌজ সাংস্কৃতিক একাডেমী
সার্বিক তত্ত্বাবধানে : আমীর আহাম্মদ চৌধুরী রতন
নাটক : মৈমনসিং গীতিকা অবলম্বনে ‘অতুলা সুন্দরী’
রচনা : নিজাম মল্লিক নিজু
নির্দেশনা : আমিনুল হাসান
প্রযোজনা : সারেং থিয়েটার

২৬ এপ্রি ল ২০১৪
শ নি বা র, সকাল: ১০:৩০ মিনিট

প্র থ ম অ ধি বে শ ন
প্র ধান অতিথি : আবৃত্তিকার কামরুল হাসান মঞ্জু
প্র বন্ধ : আবৃত্তিকার তারিক সালাহ উদ্দিন মাহমুদ
বিষয়ভিত্তিক আলোচনা : পালে লাগবে হাওয়া
সভাপতি : কবি আসাদ চৌধুরী
সঞ্চালক : সজল কোরায়শী
বিশেষ অতিথি ও আলোচক
আহকাম উল্লাহ ॥ গাউসুর রহমান ॥ ফয়জুল আলম পাপ্পু, আমজাদ দোলন ॥ কান্তি কানিজা ॥ ড. কাশফিয়া আহমেদ শীলু প্র মুখ
স্বরচিত কবিতা, ছড়া পাঠ ও আবৃত্তি
যুগল দাস ॥ মামুন মাহফুজ ॥ আহমদ আজিজ ॥ মাহবুব বারী, শাহীন মোমতাজ ॥ অনিন্দ্য জসীম ॥ তারেক মাহমুদ ॥ অতনু তিয়াস, মোস্তফা মঈন ॥ মিনহাজ উদ্দিন শপথ ॥ স্বপন সৌমিত্র, আকলিমা আঁখি ॥ নিলয় রফিক ॥ তিলোত্তমা সেন প্রমুখ

বিকাল ৪:৩০ মিনিট
দ্বি তী য় অ ধি বে শ ন
প্রধান অতিথি
বেগম রওশন এরশাদ এমপি
মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জাতীয় সংসদ
‘ময়মনসিংহ ঘোষণা’ পাঠ
উৎসব সমন্বয়ক স্বাধীন চৌধুরী
প্র বন্ধ : কথাশিল্পী প্রশান্ত মৃধা
বিষয়ভিত্তিক আলোচনা : বাংলাদেশের গল্প পর্যালোচনা: করতলে যা দেখি
সভাপতি : কথাশিল্পী ইফফাত আরা
সঞ্চালক : প্রফেসর আলী ইদ্রিস
বিশেষ অতিথি ও আলোচক
আলমগীর রেজা চৌধুরী ॥ নাসরীন জাহান ॥ সালিম হাসান, আলী আহাম্মদ আইয়ুব ॥ অধ্যাপক আল মাকসুদ ॥ মনি হায়দার, ষড়ৈশ্বর্য মুহাম্মদ ॥ আরিফ আহমেদ প্রমুখ
স্বরচিত কবিতা, ছড়া পাঠ ও আবৃত্তি
ধ্রুব জ্যোতি ঘোষ মুকুল ॥ রনজিত কুমার রকেট ॥ সেলিম মাহমুদ, মামুন মাহবুব ॥ আনোয়ারা সুলতানা আনু ॥ আশিক সালাম, থিওফিল নকরেক ॥ মোস্তাফিজুর বাসার ভাষানী, রমজান বিন মোজাম্মেল প্রমুখ
সংগীত পরিবেশন : সন্দীপন সাংস্কৃতিক সংস্থা।

উল্লেখ্য যে, আমরা এতোটা পথ এগোনোর সাহস ও শক্তি পেয়েছি আমাদের উপদেষ্টা চ্যানেল আইয়ের ছড়াকার আমীরুল ইসলামের এক লাখ টাকা প্রদানের আশ্বাস ও ঘোষণা দেয়ায়। তিনি এ বিষয়ে ২১ এপ্রিল (আগামি কাল) আমাদের ডেকেছেন।

Print Friendly, PDF & Email

Sharing is caring!