মুজিব ইরমের লালবই

সাহিত্য বাজার

Sharing is caring!

Erom bookএ সময়ের আলোচিত কবি মুজিব ইরম দীর্ঘসময় কাজ করেছেন দৈনিক মানবজমিন পত্রিকায়। তারপর হঠাৎ পাড়ি জমালেন বিলেতে। বন্ধুদের অনেকেই ভেবেছিল, এই বুঝি আর দশজন বিদেশগামীদের মতোই হারিয়ে গেল মুজিব ইরম। না তিনি হারিয়ে যান নাই। থেমে যায়নি তার রচনাও। প্রতি বইমেলায় তিনি ছুটে আসেন দেশে। বইমেলাকে ঘিরে প্রকাশিত হয় তার নতুন নতুন গ্রন্থমালা: কাব্য, গল্প ও রচনাবলী। এমনি একটি প্রকাশনা এই লালবই। এটি বেরিয়েছিলো ২০১১ সালের বইমেলায়। ধ্রুবপদ থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছিলেন রাজিব রায়। লালবই থেকে ‘লিপিচিত্রকর’ কবিতাটি নিচে পত্রস্থ হলো।

সেই লিপিচিত্রকর সন্ত-অন্ধ যারা
দেহে মিশে আছে
এই চোখ দেখে না কিছুই আর
অন্ধই ছিলাম যেনো
অন্ধ আছি
অন্ধ হয়ে রবো
শুধু তোমাকে রচিতে বসে আলো ফিরে আসে
এই চোখ দেখে ফেলে আলোর মুরতি৷

 

Print Friendly, PDF & Email

Sharing is caring!