মুক্তিযুদ্ধের পুঁথি : ফয়জুল আলম পাপ্পু

সাহিত্য বাজার

Sharing is caring!

60মুক্তিযুদ্ধের  পুঁথি
ফয়জুল আলম পাপ্পু
শুরু মুক্তিযুদ্ধ ॥ ভয়াবহ  ন’ মাসের সংগ্রাম
নিয়াজি আর ইয়াহিয়ার ঝরলো কতোই ঘাম
তারা শত্র“ ভীষণ॥ আর বিভীষণ রাজাকারের দল
আলবদর আল-শামস্ মিলে বাড়ে যতই বল
করে মানুষ হত্যা ॥ পিতা-মাতা সন্তানের সমুখে
বাঙালি মা-বোনের লজ্জা নেয় যে রক্তে মেখে
নিষ্ঠুর নরপশু ॥ আর যা কিছু হানাদার বাহিনী
নিরস্ত্র বাঙালির ‘পরে অত্যাচার কাহিনী
বলি মুক্তিযুদ্ধ ॥ আর বিক্ষুব্দ বাঙালি দেশের
ছিনিয়ে আনলো স্বাধীনতা স্বপ্নের স্বদেশের
লক্ষ প্রাণের দামে ॥ গ্রামে গ্রামে শত মুক্তিযোদ্ধা
কী পেয়েছে পায়নি কোথায় ঘামায় না আর মাথা
তারা গর্বিত বুক ॥ সবাই বলুক জাতির সেরা ছেলে
পুরস্কারে  এ দেশবাসীর প্রাণে আসন পেলে
মোরা কৃতজ্ঞ তাই ॥ তাঁদের জানাই হাজারো সালাম
বিজয় দিবসের এ লগ্নে সোনালি সে নাম
যারা মুক্তিযোদ্ধা ॥

Print Friendly, PDF & Email

Sharing is caring!