নির্মলেন্দু গুণ এর কবিতা : আকাশ ও মানুষ

সাহিত্য বাজার

Sharing is caring!

সৈয়দা ফারিহা তাসনিম কৃতি’র আঁকা ছবি

সৈয়দা ফারিহা তাসনিম কৃতি’র আঁকা ছবি

নির্মলেন্দু গুণ এর কবিতা

আকাশ ও মানুষ

কবে থেকে আকাশ দাঁড়িয়ে আছে একা,
তার বুক থেকে খসে পড়েছে কতো তারা।
বেঁচে থাকলে আরো কতো তারাই খসবে,
তা নিয়ে আকাশ কি দুঃখ করতে বসবে?

না, বসবে না, আমি বলছি, লিখে নাও-,
আকাশকে তো মহান মানি এ-কারণেই।
মনুষ্যবৎ হলে কি মানুষ তাকে মানতো?

প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়,
আকাশ নির্বিকার, আকাশ কখনও নয়।
তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও,
হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও।

Print Friendly, PDF & Email

Sharing is caring!