কালি ও কলমের ১০ বছর : বেঙ্গল শিল্পালয়ে ‘কবিতা কথন’

নিজস্ব প্রতিবেদক, সাহিত্য বাজার

Sharing is caring!

Kobita-Kathan-e-cardসাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলমের দশম বর্ষপূর্তি উপলক্ষে  ১৫ মার্চ ২০১৪ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বেঙ্গল শিল্পালয়ে (বাড়ি ৪২, সড়ক ২৭ পুরাতন, শেখ কামাল সরণি, ধানম- আ/এ, ঢাকা) ‘কবিতা কথনে’র আয়োজন করা হয়েছে।

কবিতা পাঠের ধারাবাহিক এ আয়োজনের এটি সপ্তম আসর। আসাদ চৌধুরী, বায়তুল্লাহ কাদেরী, ফরিদ আহমেদ দুলাল, কাজী রোজী, শাহজাদী আঞ্জুমান আরা, পিয়াস মজিদ, চঞ্চল শাহরিয়ার, টোকন ঠাকুর, মহাদেব সাহা, জাহিদ হায়দার, বুলবুল মহলানবীশ, ইকবাল আজিজ এবং শামসুল আরেফিনসহ দেশের পনেরো জন স্বনামধন্য কবি এ আয়োজনে স্বরচিত কবিতা পাঠ করবেন বলে জানিয়েছেন কালি ও কলমের সম্পাদক আবুল হাসনত।

Print Friendly, PDF & Email

Sharing is caring!