কাতারে সিটিসেল-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক, সাহিত্য বাজার

Sharing is caring!

888888‘মানুষের জন্য গান’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার আল আহ্লী ষ্টেডিয়ামে অনুুষ্ঠিত হচ্ছে প্রবাসে বাংলাদেশী সঙ্গীতের সবচেয়ে বড়ো আয়োজন ৯ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড।

এই অনুুষ্ঠানেই বরেণ্য সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমানকে দেয়া হবে ‘৯ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড’-এর লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড। বিশেষ সম্মাননা জানানো হবে ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলংকার শিল্পীদের।
রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, লোক সঙ্গীত, আধুনিক সঙ্গীত, নবাগত শিল্পী, সঙ্গীত পরিচালক, গীতিকার, ছায়াছবির গান, কাভার ডিজাইন, সাউন্ড ইঞ্জিনিয়ার, ব্যান্ড, মিউজিক ভিডিও নির্মাতা- শ্রেষ্ঠদের ক্রিটিক এবং আধুনিক, শ্রেষ্ঠ ব্যান্ড, নবাগত শিল্পী, ছায়াছবির গান ও ফিউশনে পপুলার চয়েস-সঙ্গীতের মোট ১৮টি ক্যাটাগরিতে ‘৯ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি থাকবে বাংলাদেশের নবীন প্রবীণ খ্যাতিমান শিল্পীদের মনমাতানো নানা পরিবেশনা।
‘৯ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মমতাজ, সৈয়দ আবদুল হাদী, রেজওয়ানা চৌধুরী বন্যা, শাকিলা জাফর, তপন চৌধুরী, আইয়ুব বাচ্চু, জেমস, সেলিম চৌধুরী, শাহনাজ বেলী, মনির খান, রিজিয়া পারভীন, শফিক তুহিন, বালাম, কনা, হাবিব, দিনাত জাহান মুন্নি, নকুল কুমার বিশ্বাস, পুস্পিতা, নাহিদ সুলতানা, ঝিলিক, কোণাল, রোমেল, বিউটি দাস, ববিতা, রাজ্জাক, মৌসুমী, ঈশিতা, ওমর সানী, নিপুন, মিশা সওদাগর, ফেরদৌস, তিশা, জিল¬¬ুর রহমান, শামস সুমন কাতার গেছেন।
‘৯ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড’ অনুুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারজানা ব্রাউনিয়া। পরিচালনায় শহিদুল আলম সাচ্চু।

Print Friendly, PDF & Email

Sharing is caring!