অমর একুশে গ্রন্থমেলার কিছু বইয়ের সংবাদ

নিজস্ব প্রতিবেদক, সাহিত্য বাজার

Sharing is caring!

blog book 4অমর একুশে গন্থমেলা ২০১৪ ক্রমেই জমে উঠছে সোহরাওয়ার্দী উদ্যানের নতুন মাঠে। এখানে প্রায় ৩২৬টি স্টলের প্রতিটিতেই এসেছে নতুন কিছু প্রকাশনা। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলায় বরাবরের মতো প্রকাশকরা নবীন ও প্রবীণ উভয়ের বই বাজারে এনেছেন। আগামী প্রকাশনী স্টল নং ১২০-১২৩ এনেছে তসলিমা নাসরিনের নিষিদ্ধ প্রবন্ধটি। অজয় দাশগুপ্তের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ একাত্তরের ৭১, মোর্শেদা জামান লিজির ভ্রমণ কাহিনী চৌকাঠের বাইরে, হাসনাত আবদুল হাই-এর উপন্যাস জয়নাব, মোশাহিদা সুলতানা ঋতু’র উপন্যাস লবণপানি, তাসরীনা শিখার মেঘের ভেলায় ভেসেসহ ১৪টি নতুন বই। প্রথমা স্টল নং ২৩৭-২৩৯ অনেকগুলো নতুন বই এনেছে বই বাজারে। এর মধ্যে উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধ বিষয়ক ৬টি বই, প্রবন্ধ, গবেষণা ও অন্যান্য ১১টি, এবিএম মূসার আমার বেলা যে যায় ও সৈয়দ শামসুল হকের জীবনের বালুকাবেলায়সহ ৬টি স্মৃতিকথা বা আত্মস্মৃতি গ্রন্থ, কবিতায় শামসুর রাহমান ও হুমায়ুন রেজার ২টি এবং গল্প উপন্যাসের তালিকায় রয়েছেন সেলিনা হোসেন, আনিসুল হক, হরিশংকর জলদাস, প্রমূখদের ১০টি নতুন বই বাজারে এসেছে ও আসছে।

এবছরও বইবাজারে ব্লগারদের উল্লেখযোগ্য সংখ্যক বই প্রকাশিত হয়েছে ও হতে যাচ্ছে। বেশ কিছু বইয়ের কথা আমরা প্রথম আলো ব্লগ তেকে জানতে পারলেও, সবগুলোরই পূর্ণাঙ্গ তথ্য (বইয়ের নাম, লেখক, প্রকাশনী এবং প্রচ্ছদের ছবি) এখনো আসেনি। এ পর্যন্ত আমরা যে বইগুলোর তথ্য পেয়েছি সেগুলো এখানে দেয়া হলো। আগ্রহী ব্লগাররা প্রকাশিত বইয়ের পূর্ণাঙ্গ তথ্য কমেন্টে জানালে যথাসময়ে আমরা সেগুলো মূল পোষ্টে যুক্ত করবো।

পাখিদের রাশিফলblog book 5
সুজন সুপান্থ
প্রকাশক: শুদ্ধস্বর
(স্টল নং ৩৯, ৪০, ৪১)

বইয়ের নাম: কাজের যত মোবাইল অ্যাপস
লেখক: নুরুন্নবী চৌধুরী হাছিব
প্রকাশক: তাম্রলিপি (স্টল নং- ১৭৯,১৮০,১৮১)

বইয়ের নাম: বিষণ্ন কাঁটাতার
লেখক: রাহিতুল ইসলাম (Rahitul Islam)
প্রকাশনী: সিঁড়ি​ প্রকাশন
দাম​: ১৫০ টাকা

কাব্যগ্রন্থঃ পিঁপড়ের পিছে পিঁপড়ে
প্রকাশকঃ সিদ্দিকীয়া পাবলিকেশন্স
প্রচ্ছদ শিল্পীঃ কাইয়ুম চৌধুরী ( কাইয়ুম চৌধুরীর অলংকরণ অবলম্বনে )
আসছে অমর একুশে গ্রন্থ মেলা-২০১৪ এ
মূল্যঃ ১০০ টাকা।

প্রকাশকরা আগ্রহী হয়ে তাদের বইয়ের তথ্য ও ছিব পাঠালে আমরা বইবাজার নিয়মিত করতে পারি।

Print Friendly, PDF & Email

Sharing is caring!